আকাশে মেঘের ঘনঘটা, কবে পর্যন্ত চলবে এমন ঝড়বৃষ্টি, মিলল পূর্বাভাস
বৃহস্পতিবার মরসুমের প্রথম কালবৈশাখী দেখেছে শহর। শুক্রবারও দিনভর আকাশের মুখ ভার। কবে পর্যন্ত চলবে এই ঝড়বৃষ্টি। কেনই বা এমন অবস্থা।
খাতায় কলমে চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী হওয়ার কথা। এবার একদম পয়লা চৈত্রেই কালবৈশাখী দেখলেন কলকাতা সহ আশপাশের জেলার মানুষজন। কালবৈশাখী এলে ঘন ঘন বজ্রপাত, প্রবল ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টিটাও যেমন স্বাভাবিক, তেমনই পরদিন রোদ, বাড়তে থাকা গরমও কতকটা স্বাভাবিক।
কিন্তু বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা সহ আশপাশের জেলাগুলির মুখ ভার মেঘের আস্তরণে। ১ দিন আগেও যে গরম ছিল তা বৃহস্পতির রাতের কালবৈশাখী ঝুপ করে প্রায় ৪-৫ ডিগ্রি নামিয়ে দিয়েছিল।
সেটা শুক্রবার তেমন একটা চড়ল না। আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার বলেই নয়, এই পরিস্থিতি বজায় থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এরমধ্যে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে কয়েকদিন আগে থেকেই বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছিল। এবার সেই ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গেও এসে পড়েছে। আর তা হয়েছে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার হাত ধরে।
যা বঙ্গোপসাগর থেকে টেনে আনছে অনেক জলীয় বাষ্প। যা এই ঝড় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি করেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকার পর ফের গরম বাড়বে বলেই মনে করছেন আবহবিদেরা।
তবে তার আগে কটাদিন বেশ তোফা একটা আবহাওয়ায় মন ভাল হতে পারে কলকাতা সহ নদিয়া, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি কিন্তু চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।