Kolkata

এল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টি জানাল হাওয়া অফিস

এখন প্রবল গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। বুধবার তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে অধিকাংশ জেলায়। এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাসও দিল আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মোকা। তার জেরে পশ্চিমবঙ্গে দক্ষিণের আর্দ্র বাতাস ঢোকা প্রায় বন্ধ হয়েছে। তার জায়গা দখল করছে উত্তর পশ্চিমের শুকনো গরম বাতাস। যার হাত ধরে পারদ চড়ছে দক্ষিণবঙ্গে। বুধবার তো কলকাতা আর পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।

এদিকে এর মধ্যেই স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর। এই প্রবল গরমের পর বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় বদল শুরু হবে। আর শুক্রবার থেকে বৃষ্টি নামবে উপকূলবর্তী জেলায়।


দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মোকা তৈরির আগেই এই পূর্বাভাস থেকে এটা আবহাওয়া দফতর পরিস্কার করে দিয়েছে যে এই বৃষ্টি মোকার প্রভাবেই এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ মোকা তৈরির পর তার গতিপথ এখনও পরিস্কার নয়।

তবে কারণ যাই হোক, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস স্বস্তির। অন্য জেলায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সেখানে তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।


ফলে আবহাওয়া অনেকটা শান্ত হবে। তবে বৃষ্টির আলাদা করে কোনও পূর্বাভাস নেই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৩ জেলার ক্ষেত্রেই। এমনকি তালিকায় কলকাতাও নেই।

দক্ষিণবঙ্গে যখন একই সপ্তাহের মধ্যে মানুষ প্রবল গরম ও বৃষ্টি পেতে চলেছেন, তখন উত্তরবঙ্গের চেহারাটা একদম অন্যরকম। সেখানে প্রবল গরমের কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বরং বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button