একাধারে বৃষ্টি এবং তাপপ্রবাহ, সোমবার থেকে অন্য রূপ দেখাবে আবহাওয়া
চলতি সপ্তাহের শুরু থেকে যে প্রবল গরম আর তাপপ্রবাহ পরিস্থিতি ছিল তা শুক্রবার থেকে কিছুটা বদলেছে। কিন্তু তা ফিরবে। কবে থেকে তার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
চলতি সপ্তাহে তাপপ্রবাহ পরিস্থিতি দক্ষিণবঙ্গের মানুষের জন্য নাজেহাল পরিস্থিতি উপহার দিয়েছে। তবে শুক্রবার থেকে পরিস্থিতিতে বদল এসেছে। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
কলকাতার আকাশ শুক্রবার বেলা কিছুটা বাড়ার পর থেকেই মেঘলা। মেঘের আস্তরণে গরমও কিছুটা কাবু হয়েছে। তবে একটা ভ্যাপসা অস্বস্তি রয়েছে। যা বৃষ্টি না হলে কাটার নয়।
শনিবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কিন্তু আবহাওয়ার অন্য রূপ দেখবেন দক্ষিণবঙ্গের মানুষ।
দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে যখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার, ঠিক ওই দিনই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনার কথা আগাম জানিয়েছে আবহাওয়া দফতর।
সবচেয়ে অবাক করা হল মুর্শিদাবাদ ও বীরভূম। বীরভূমে তাপপ্রবাহ বইবে আর লাগোয়া মুর্শিদাবাদে হবে বৃষ্টি। তবে মঙ্গলবার সেই পরিস্থিতি বদলে যাবে।
মুর্শিদাবাদ বৃষ্টি ভুলে মঙ্গলবার তাপপ্রবাহের মুখে পড়তে পারে। মঙ্গলবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
এদিকে নদিয়ায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে তাই আপাতত সেই অর্থে গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের।