৫ জেলায় তাপপ্রবাহ, একদিন আবার প্রবল ঝড়বৃষ্টি, কবে কোথায় মিলল পূর্বাভাস
রাজ্যে এখন তাপপ্রবাহ ও বৃষ্টি, দুয়েরই সম্ভাবনা রয়েছে। কবে কোথায় তাপপ্রবাহ এবং কোথায় বৃষ্টি তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
অস্বস্তিকর গরম যেমন থাকছে তেমনই হালকা বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে। আর সে সম্ভাবনা থাকছে প্রতিদিনই।
তার বাইরে ৫ জেলায় এই সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২টি জেলা আবার রয়েছে যেখানে তাপপ্রবাহ এবং ঝড়বৃষ্টি ২য়ের সম্ভাবনাই থাকছে ২ দিন।
আগামী সোমবার ও মঙ্গলবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, এই ৫ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে ওই ২ দিনে।
এর বাইরে গরম যেমন অস্বস্তি দিচ্ছে তা বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই। তবে বুধবার ভাল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। যে তালিকায় কলকাতাও রয়েছে। ঝড়ের গতি হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ফলে বুধবার এই গরম থেকে কিছুটা রেহাই মিললেও মিলতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের গরম যেমন রয়েছে তেমনই থাকবে। আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও থেকে যাবে।
এবার বর্ষা দেরিতে ঢুকছে ভারতে। কেরালা দিয়ে বর্ষা প্রবেশের দিনক্ষণ ৪ দিন পিছিয়ে গেছে। ফলে এ রাজ্যে যে ৮ জুন বর্ষা ঢোকার কথা তাও কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তার মানে দাঁড়ায় আরও একটা বড় সময় এই অস্বস্তিকর গরম সহ্য করতে হবে রাজ্যের মানুষকে।