অসহ্য গরমের মাঝেই ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গ পুড়ছে। অধিকাংশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে। তারমধ্যে অল্প স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরুতে এক অস্বাভাবিক গরম টের পাইয়েছিল পরিবর্তিত আবহাওয়া। পরে তার থেকে রেহাই মিললেও ফের গ্রীষ্মের শেষ পর্যায়ে পৌঁছে জ্যৈষ্ঠের শেষবেলায় গরমের অস্বাভাবিক দাপট দেখাচ্ছে খামখেয়ালি আবহাওয়া।
এমন অসহ্য গরম সহ্য করতে পারছেন না অনেকেই। এসি চালিয়ে সারাক্ষণ বসে থাকতে পারলে ভাল। কিন্তু সকলের এসি নেই। তারমধ্যে অনেককে রাস্তায় অফিস কাছারি ব্যবসা করতে বার হতেই হচ্ছে।
সকালে স্নান সেরে বার হওয়ার পর থেকেই ঘামে ভিজে গরমে পুড়ে তাঁদের হাল বেহাল হয়ে যাচ্ছে। এমন অচেনা গরমে কার্যত চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ।
যদিও তাদের খুশি করার মত কোনও বার্তা দিতে পারেনি আবহাওয়া দফতর। সামনের ৫ দিনে বরং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তারা।
কেবল মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যারমধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ।
কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও লাগোয়া হাওড়া, হুগলিতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আগামী ৫ দিনে।
কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে কলকাতা হোক বা অন্য জেলার মানুষ, যে গরমে পুড়ছেন তাতে আলাদা করে তাপপ্রবাহের আর দরকার নেই বলেই মনে করছেন সকলে।