Kolkata

রবির পর সপ্তাহের শুরুতেও কি ভিজবে শহর, কি বলছে আবহাওয়া দফতর

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। ছুটির দিনের জন্য এই উপভোগ্য বৃষ্টি সোমবার সপ্তাহের প্রথম কর্ম দিবসও কি ভাসাবে। জানাল আবহাওয়া দফতর।

রবিবার ছুটির দিনে বৃষ্টি ভেজা দিন মেজাজে কাটানোর জন্য আদর্শ। অনেকের বাড়িতেই এদিন বৃষ্টি ভেজা সকাল দেখে চিকেন, মটনের মেনু বাতিল করে খিচুড়ির সিদ্ধান্ত হয়ে যায়। সঙ্গে হয় ইলিশ মাছ ভাজা, অথবা লাবড়া, ডিম আর পাঁপড় ভাজা। বৃষ্টি ভেজা এমন দিন ছুটি কাটানোর জন্য যতটা ভাল কর্মময় দিনের জন্য ততটাই অসুবিধার। রবিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। সঙ্গে চলছে বৃষ্টি।

কিন্তু সোমবারও কি আবহাওয়া এমনই থাকবে? ভিজতে হবে কলকাতা সহ আশপাশের জেলাগুলিকে? পুরো ছবি পরিস্কার করল আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আবহাওয়া এমনই থাকতে চলেছে। বৃষ্টি ভেজা দিনই থাকবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে মঙ্গলবার পার করে বুধবারও।

তবে বুধবার কমার দিকে থাকবে বৃষ্টি। ওইদিন আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ২ দিনও বৃষ্টি চলবে। তবে তা একটানা নয়, মাঝেমাঝেই বৃষ্টি হবে।


দক্ষিণে যখন এমন অবস্থা তখন হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে সামনের সপ্তাহের প্রায় পুরোটা জুড়েই। দক্ষিণের চেয়ে উত্তরের ওই জেলাগুলিতে অনেক বেশি বৃষ্টিপাত হবে। এমনকি কোচবিহারেও ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফলে উত্তর ভাসতে চলেছে। তুলনায় দক্ষিণে কম বৃষ্টি হবে। একটি অক্ষরেখা অবস্থান করায় এই বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমালয় লাগোয়া উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভাসবে সিকিমও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button