স্বাধীনতা দিবস কি বৃষ্টিতে মাটি হবে, কি বলছে আবহাওয়া দফতর
বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি হবে এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু স্বাধীনতা দিবসের মত উৎসবমুখর দিন কেউই চান না বৃষ্টিতে মাটি হোক। আবহাওয়া রিপোর্ট কি বলছে।
দেশজুড়ে এখন বৃষ্টি সেভাবে না হলেও উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের হাল বেহাল। সেখানে বৃষ্টি এতটাই হচ্ছে যে পাহাড়ি অঞ্চলগুলোয় একের পর এক দুর্ঘটনার খবর আসছে। মৃত্যুও হচ্ছে মানুষের। সিমলায় মন্দির ভেঙে পড়েছে। দেরাদুনে ডিফেন্স অ্যাকাডেমির বাড়ি ভেঙে নদীতে পড়েছে।
পশ্চিমবঙ্গের চেহারাটা তেমন নয় ঠিকই তবে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে ভাল বৃষ্টি হচ্ছে। তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কম। তবে ২টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
একটি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। অন্যটি অবস্থান করছে বঙ্গোপসাগরে। যার জেরে সোমবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে। যা বজায় থাকবে।
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন উত্তরবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণের উপকূলীয় জেলায় বৃষ্টি হবে। কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। মূলত মেঘে ঢাকা থাকবে আকাশ।
একটা অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। তবে যাকে বৃষ্টিতে ভেসে যাওয়া বলে তা স্বাধীনতা দিবসের দিন কলকাতা সহ তার লাগোয়া জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা তেমন নেই।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে বুধবার। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই বৃষ্টি বেশি হবে। যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর।
কলকাতায় বুধবার বা বৃহস্পতিবারও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে স্বাধীনতা দিবসে উত্তরের কয়েকটি জেলা ও দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা বাদ দিলে ভেসে যাওয়ার মত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।