৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে আবহাওয়ায় বদল হবে। রাজ্যের বাকি অংশেও বৃষ্টি বাড়তে চলেছে।
রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার ৩ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
মঙ্গলবার যে ৩টি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যে ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।
ফলে সেখানে পরিস্থিতিতে বেশ বদল হবে। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের অন্য ৩ জেলা ২ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গেও মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। তেমনই পূর্বাভাস। তবে বৃষ্টি বাড়লেও তা ভারী বা অতিভারী হবেনা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কয়েক জায়গায় কেবল ভারী বৃষ্টি হতেও পারে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে।
উত্তরভারত জুড়েই এখনও বৃষ্টি চলছে। পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। যার জেরে মৌসুমি বায়ু সক্রিয়। যার হাত ধরেই বৃষ্টি হচ্ছে।
তবে মৌসম ভবন মনে করছে এবার বৃষ্টিটা পূর্ব মধ্য ভারতের ওপর চলে আসবে। এখন যদিও খাতায় কলমে আর বর্ষাকাল নেই। এখন শরতে প্রবেশ করেছে ক্যালেন্ডার। তবে ভারতে এটাও বর্ষাই। ভারতে বর্ষা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।