১২-র ঘরে নেমেও গত দুদিনে উর্ধ্বমুখী ছিল কলকাতার পারদ। আন্দামানের কাছে তৈরি হওয়া একটা নিম্নচাপ অক্ষরেখার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢুকছিল প্রচুর জলীয় বাষ্প। যার জেরে ক্রমশ চড়ছিল পারদ। সেই পারদ ফের সোমবার থেকে নামতে শুরু করল। নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে পড়ায় ফের উত্তুরে হাওয়া অবাধে প্রবেশের অবস্থা ফিরে পেয়েছ বলে জানিয়েছেন আবহবিদেরা। যার জেরে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ নামবে। সোমবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা আগামী কয়েকদিনে আরও নামবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আকাশ থাকবে পরিস্কার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ ফের নিম্নমুখী হবে বলেও জানিয়েছে তারা। বড়দিনের আগে এই খবরে অবশ্যই খুশি শহরবাসী।