বৃষ্টি আর কতদিন চলবে, কোথায় কেমন বৃষ্টি হবে, জানাল আবহাওয়া দফতর
গত বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টি শুরু হয়েছে তা শুক্রবারও অব্যাহত। এই বৃষ্টি আর কতদিন চলবে, কোথায় কেমন বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে গত বুধবার থেকে কার্যত দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি চলছে। দফায় দফায় বৃষ্টি কিছুটা হলেও জনজীবনকে মন্থর করেছে। রাস্তায় সমস্যা হয়েছে। সেই পরিস্থিতি বৃহস্পতিবার অতটা ব্যাপক না হলেও বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে আবার কলকাতা সহ অন্য জেলায় বৃষ্টি নেমেছে। কলকাতায় সকালের দিকে অনেক জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। তারপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি নেমেছে অনেক জায়গায়।
একই পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিরও। তবে শুক্রবারের বৃষ্টি ঠিক নিম্নচাপের প্রভাবে নয়। বরং অনেকটাই আঞ্চলিক বৃষ্টি। কিছুটা হলেও নিম্নচাপ তাকে তরান্বিত করেছে।
নিম্নচাপটি অবশ্য শুক্রবার ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। ফলে ঝাড়খণ্ড ও বিহারে বৃষ্টি বেড়েছে। আর বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিই পাবে অধিকাংশ জায়গায়। সহজ করে বললে এই বৃষ্টির প্রভাব কমবে।
কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে।
বাকি উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণে কমে এবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট রীতিমত বাড়বে। পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশাতেও বৃষ্টি হবে। সিকিমেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি ভারতে বৃষ্টি হবে। তবে তা অতিভারী বর্ষণ নয়।