সোমবারও কি এমন দফায় দফায় ঝেঁপে আসবে বৃষ্টি, মিলল পূর্বাভাস
রবিবার রাতের পর সকাল গড়িয়ে দুপুর। আকাশ ছিল মেঘে ঢাকা। দফায় দফায় নেমেছে ঝেঁপে বৃষ্টি। সোমবার কাজের দিনেও কি এমনই চলবে। মিলল পূর্বাভাস।
শনিবার বেশ কয়েক দফা বৃষ্টির পর মধ্যরাতেও প্রবল বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টির খামতি ছিলনা। রবিবার সকাল থেকেও একই পরিস্থিতি। দফায় দফায় ঝেঁপে বৃষ্টি নেমেছে। ফলে অনেক এলাকা জলমগ্ন হয়েছে।
নিম্নচাপ কাটলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় এই প্রবল বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে যে নিম্নচাপটি অবস্থান করছিল তা এখন সরে গিয়ে বিহারের ওপর চলে গিয়েছে।
রবিবার ছিল ছুটির দিন। ফলে বৃষ্টি ভেজা দিন বেশ উপভোগই করেছেন মানুষজন। কিন্তু সোমবার সকাল থেকেই কর্ম ব্যস্ততা তুঙ্গে উঠবে। তখন কিন্তু এমন দফায় দফায় ঝেঁপে বৃষ্টি মোটেও মনোরম লাগবে না। বরং রাস্তায় কাজে বার হওয়া মানুষজন সমস্যায় পড়বেন। তাই সকলেরই জিজ্ঞাসা রবিবার ঠিক আছে, কিন্তু সোমবারও কি এমনটাই চলবে?
আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, সোমবার থেকে আকাশ আরও পরিস্কার হবে। বৃষ্টির প্রকোপ কমবে দক্ষিণবঙ্গে। ফলে সোমবার হয়তো তেমন সমস্যায় পড়তে হবে না মানুষজনকে।
এদিকে বৃষ্টি কমলে গরমও বাড়বে। উত্তরবঙ্গেও সোমবার থেকে ক্রমে কমবে বৃষ্টির প্রকোপ। তার আগে রবিবার কিন্তু বেশ মনোরম পরিবেশ উপভোগ করলেন সকলে। আকাশ ছেয়ে রইল মেঘে।
যদিও এই মেঘ, বৃষ্টিতে মন খারাপ শ্যামবাজার থেকে গড়িয়াহাট বা নিউমার্কেটের ব্যবসায়ীদের। পুজোর আগে ছুটির দিনে পুজোর বাজারের ভিড় তাঁদের মুখে হাসি ফোটায়। কিন্তু বৃষ্টির জন্য অনেকেই এদিন বাজার করতে যাওয়ার ঝুঁকি নেননি।