দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোতেও কি বৃষ্টি হবে, মিলল পূর্বাভাস
দুর্গাপুজোয় মহানবমী ও বিজয়াদশমীতে ভাসিয়ে না দিলেও বেশ ভালই বৃষ্টি হয়েছে। এবার লক্ষ্মীপুজোও কি বৃষ্টিতে ভিজবে? পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
দুর্গাপুজো শুরু হয়েছিল ঝলমলে আকাশ দিয়েই। কিন্তু মহানবমী থেকে আকাশের চেহারা যায় বদলে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড় হামুন নামে ধেয়ে আসতে থাকে। যার প্রভাবে ঝেঁপে ভাসিয়ে দেওয়া বৃষ্টি না হলেও নবমী ও দশমী বৃষ্টিতে ভেজে। কাদা প্যাচপ্যাচে রাস্তায় হেঁটেই চলে ঠাকুর দর্শন। যা কিছুটা হলেও উৎসবের আনন্দ মাটি করেছে।
দুর্গাপুজো শেষ। এবার লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? লক্ষ্মীপুজোও কি বৃষ্টিতে ভিজবে? ওইদিন কেমন থাকবে আবহাওয়া তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
লক্ষ্মীপুজোর দিন কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। একইভাবে উত্তরবঙ্গও থাকবে শুকনো। রোদ ঝলমলে থাকবে আকাশ।
সহজ কথায় পশ্চিমবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহবিদেরা। ফলে লক্ষ্মীপুজোর আনন্দ ষোলোআনা উপভোগ করতে আর কোনও সমস্যা রইল না।
কোজাগরী লক্ষ্মীপুজো যেমন ভাঙা প্যান্ডেলে প্রতিটি বারোয়ারিই করে থাকে, তেমন এই পুজো অনেক পরিবারেই হয়ে থাকে। লক্ষ্মীপুজোর বাজারহাট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
পুজোর বাজারের পাশাপাশি ভোগের আয়োজনও হয় অনেক বাড়িতে। অনেকে নিমন্ত্রিতও থাকেন। সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজো কিন্তু দুর্গাপুজোর পর বিষণ্ণ মনটাকে ফের নিমেষে তরতাজা করে তোলে। বাঙালি ফের মেতে ওঠে উৎসবের আনন্দে। আর সেই আনন্দ যদি রোদ ঝলমল আকাশে হতে পারে তাহলে তো ষোলোকলা পূর্ণ হয়।