বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আসছে বৃষ্টি, ভাইফোঁটা কি বৃষ্টিতে মাটি হবে
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। আর তার জেরেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথায় কোথায় কবে থেকে বৃষ্টি তারও পূর্বাভাস মিলেছে।
কালীপুজো বা দীপাবলি বেশ সুন্দর ঝলমলে আকাশেই মিটেছে। এবার একটু দেরিতে পড়ায় কালীপুজোয় রাত নামতে বেশ একটা শীতের হিমেল আমেজও ছিল। খোলা জায়গায় রাতের দিকে বেশ ঠান্ডাও লেগেছে। এমন এক শীতের পদধ্বনির মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কবে কোথায় বৃষ্টি তারও একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ভাইফোঁটা সামনেই। তাই সকলের চিন্তা ওইদিন বৃষ্টি হবে না তো! ওইদিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ওইদিন ২ উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অংশ শুকনোই থাকবে।
কিন্তু বৃহস্পতিবার থেকে এই বৃষ্টি উপকূল ছাড়িয়ে আরও বাড়তে চলেছে। মোট ৯টি জেলায় এ বৃষ্টি ছড়িয়ে পড়বে। যার মধ্যে রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়া।
এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে যত বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে অতটা বৃষ্টি হবে না। তবে বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় এই বৃষ্টি শুক্রবার কার্তিক পুজোর দিন পর্যন্ত বজায় থাকবে। রাজ্যের বাকি অংশ কিন্তু শুকনোই থাকবে। উত্তরবঙ্গে আগামী ৭ দিনে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিকে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে পারদ কিছুটা চড়বে। ২ থেকে ৩ ডিগ্রি চড়তে পারে পারদ।