সকাল থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছে আকাশ। বর্ষার সকালে যেমন একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে সেরকম অনুভূতি মালুম হয়। মাঘের মাঝে এসে এমন এক আবহাওয়ায় রীতিমত বিরক্ত শহরবাসী। কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই। ফলে মেনে নিতেই হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্যে এই মেঘের সঞ্চার। সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। যা থাকবে আগামী শনিবার পর্যন্ত। রবিবার থেকে ফের তাপমাত্রার পারদ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। উত্তরবঙ্গে এদিন সকাল থেকে যতটা বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে ততটা না হলেও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে সকাল থেকে। বৃষ্টির কথা মাথায় রেখে অনেকেই অফিসে বেরিয়েছেন ছাতা হাতে। স্কুল পড়ুয়াদের গায়ে অকাল বর্ষাতি। এদিকে মেঘলা আকাশের জেরে তাপমাত্রার পারদও উর্ধ্বমুখী। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।