ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে বৃষ্টি জেনে নিন
ঝলমলে রোদ আর ঠান্ডার আবেশে ফের বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হবে। কোথায় কবে বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
কয়েকদিন ঝলমলে রোদ আর ঠান্ডার আমেজ কাটানোর পর ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গত সপ্তাহেই বৃষ্টি ভুগিয়েছে। ফের এ সপ্তাহে কবে কবে সঙ্গে ছাতা রাখতে হবে তা জেনে রাখা ভাল। সোমবারই কিন্তু রোদের গায়ে আলতো মেঘের আস্তরণ পড়েছে।
ফলে রোদের সেই চড়া ভাব বেলা বাড়ার পর থেকেই উধাও হয়েছে। তবে মেঘে ঢেকে যায়নি। মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিন্তু বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতাও বাদ যাবেনা। বৃহস্পতিবারও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হতে পারে।
তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। একেবারে ঝেঁপে বৃষ্টি কোথাওই হবেনা। এদিকে বৃষ্টি মানে জলীয় বাষ্পের আগমন। এই সময় উত্তুরে হাওয়া এ রাজ্যে প্রবেশে বাধা পাবে। ফলে ঠান্ডা কমবে।
উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি উত্তরেও ঝেঁপে হবেনা। হবে হালকা। ফলে চলতি সপ্তাহের সপ্তাহান্তের আগে বৃষ্টি কমবেশি লেগেই থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বঙ্গোপসাগরে এক ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি বলে জানাচ্ছেন আবহবিদেরা।