বৃষ্টির পূর্বাভাস, শীত কি আবার ফিরবে
ঠান্ডার অনুভূতি এখন অনেকটাই কমেছে। অনেকে পাখাও চালাতে শুরু করেছেন। ফের কি শীত ফিরে আসবে, এ প্রশ্ন এখন অনেকের।
মাঘ মাস শেষ করে এখন বসন্ত তার পাদচারণা শুরু করেছে। ভোরে বা রাতের দিকে এখনও একটা ঠান্ডা ভাব আকাশে বাতাসে। সেভাবে দখিনা বাতাসের দাপট যা বসন্তের হাওয়া বলে চেনা, তার স্পর্শ অমিল। তবে কি আবার শীতের একটা ঝাপটা ফিরে আসবে? এ প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে।
কারণ এবার শীতের দিনেই আচমকা গরম বেড়ে ফের শীত ফিরেছে এমন একাধিকবার দেখা গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল সোমবার থেকেই ক্রমে পারদ চড়বে। রাতের তাপমাত্রায় উর্ধ্বগতি দেখা যাবে।
রাতের পারদ ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপর এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ওপর থাকবে বলেই মনে করছেন আবহবিদেরা।
যার থেকে এটা স্পষ্ট যে শীত ফেরার সম্ভাবনা আর তেমন নেই। শীতের বিদায় ঘণ্টা এবারের মত বেজে গেছে। এবার বসন্ত তার প্রভাব ছড়িয়ে দেবে।
এর মধ্যেই আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৩টি জেলায়।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বুধ ও বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই ৩টি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি শুকনোই থাকবে।
তার মানে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং পারদ কিছুটা চড়বে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিংয়ে সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।