শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, কোন জেলা কবে ভিজবে
আগামী শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। যে তালিকায় কলকাতাও রয়েছে। কোন জেলা কবে ভিজবে তারও পূর্বাভাস মিলেছে।
সোমবার থেকে কিছুটা হুট করেই গরম ছেঁকা দিচ্ছে। রোদ গায়ে লাগানো যাচ্ছেনা। তারমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় বুধবার শুকনো থাকলেও বৃহস্পতি, শুক্র ও শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলা শুকনো থাকার কথা। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবারের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাকি জেলা শুকনো থাকার কথা। শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবেনা। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সব দিনই দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ২ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই ২ দিনের জন্য উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার ২ দিনাজপুর ও মালদা ছাড়া বাকি জেলায় বৃষ্টি হবে।
শনিবার অবশ্য দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস স্পষ্ট।