সপ্তাহের প্রথম দিনেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। দফায় দফায় বৃষ্টিতে রবিবারের বিকেল, সন্ধে তোফা কাটলেও সোমবার কাজের দিনে বৃষ্টির বাড়বাড়ন্ত চাইছিলেন না শহরবাসী। কিন্তু রাতে অনেক জায়গায় অল্প থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পর সোমবার ভোরের আলো ফোটা থেকেই আকাশের মুখ ভার। বেলা গড়ালে রোদের দেখা মিললেও টানা রোদ কখনই থাকেনি। বরং চলেছে রোদ বৃষ্টির খেলা। মাঝে দুপুরবেলা রোদের যে প্রবল তেজ অনুভূত হচ্ছিল তাও উধাও। সে জায়গায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। সঙ্গে ভেজা হাওয়ার ছোঁয়া। হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের কারণে সোমবারও বৃষ্টি হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টা এই পূর্বাভাস বজায় থাকবে। দক্ষিণবঙ্গে সাধারণ বৃষ্টি হলেও উত্তরের জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে।