এক ধাক্কায় নামল পারদ, বৃষ্টি নিয়ে কি খবর দিচ্ছে আবহাওয়া দফতর
রবিবারের মেঘলা আকাশ, ঝিরঝির বৃষ্টি, দহন জ্বালা জুড়িয়ে দিয়েছে। এক ধাক্কায় ৭ ডিগ্রি নেমেছে পারদ। সুখকর আবহাওয়া এ সপ্তাহে কতটা স্বস্তি দেবে জানাল আবহাওয়া দফতর।
গরমে হাঁসফাঁস করতে থাকা দক্ষিণবঙ্গের আবহাওয়া একদিনের মধ্যে বদলে দিয়েছে মেঘের ঘনঘটা। তরতরিয়ে বাড়তে থাকা পারদ যখন আমজনতার রাতের ঘুম কেড়ে নিচ্ছিল, তখন রবিবার পুরো আবহাওয়াটাই বদলে যায়।
রাজ্যের চারধার জুড়ে তৈরি হওয়া একাধিক নিম্নচাপ অক্ষরেখা, ঘূর্ণাবর্তের হাত ধরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ ও থমকে যাওয়া পশ্চিমের শুকনো হাওয়ার দাপট রাতারাতি বদলে দেয় আবহাওয়ার ভাবগতিক।
যেখানে গত শনিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে রবিবার এক ধাক্কায় তা নেমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
প্রবল গরমের একটা সপ্তাহের শেষে উপভোগ্য রবিবার কাটানোর পর সোমবার সেই মনোরম আবহাওয়া না থাকলেও গরমও কাবু করার মত ছিলনা। সকালে মেঘে ঢাকা আকাশ অবশ্য বেলা বাড়ার পর স্থায়ী হয়নি।
তবে ছেঁড়া মেঘে মাঝেমধ্যেই আকাশ ছেয়ে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গ জুড়েই সোমবার কিন্তু ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করার পর মঙ্গলবার থেকে কিন্তু পারদ ফের চড়বে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ বাদ দিয়ে আর কোথাও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
বুধবার আরও কিছুটা চড়বে পারদ। ওইদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সামান্য পূর্বাভাসও নেই। শুকনো থাকবে আবহাওয়া। কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার ফের দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল।
ওই ২ দিনই দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় ও তার সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিয়ন্ত্রণে থাকবে পারদ।
উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার মালদা ও ২ দিনাজপুর বাদ দিয়ে বাকি উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে যেমন শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তা হবেনা। উত্তরের সব জেলাই শুকনো থাকবে ওইদিন।