অবশেষে ৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
আগুন গরমের মধ্যেই ৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৫ জেলায় এই ঝড়বৃষ্টির পূর্বাভাস কি জুড়িয়ে দেবে দহন জ্বালা?

গরম বললে কম বলা হবে, এমন এক আগুনে গরমে ঝলসে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। রাজ্যের সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। সে তালিকার বাইরে নয় কলকাতাও। তাপপ্রবাহ সব জেলায় চলার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ৭টি জেলার জন্য।
সেই ৭ জেলার জন্য লাল সতর্কতা জারি রয়েছে। যা বুধবার পর্যন্ত রয়েছে। এই ৭ জেলা হল ২ মেদিনীপুর, ২ বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম। বাকি সব জেলার জন্য রয়েছে কমলা সতর্কতা।
এই জ্বলে পুড়ে যাওয়া ভয়ংকর গরমের মাঝেও কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। ৫ জেলায় রবিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।
এই ৫ জেলা হল ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া। এই ৫ জেলায় তাপপ্রবাহ যেমন চলবে তেমনই রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সেখানে সামান্য স্বস্তির বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড় হতে পারে।
তাতে কি তাহলে কিছুটা ঠান্ডা হবে আবহাওয়া? আবহাওয়া অফিস কিন্তু জানাচ্ছে ঝড়বৃষ্টি হলেও ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ এবং পুরুলিয়ায় তাপপ্রবাহ বজায় থাকবে। তার থেকে মুক্তি নেই।
উত্তরবঙ্গের নিচের দিকের ৩ জেলা, ২ দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহ যেমন চলছে, চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টি হবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে তাপপ্রবাহ না হলেও গরম থাকবে।