তীব্র দহন জ্বালার মধ্যেই অবশেষে এল বৃষ্টির পূর্বাভাস
তীব্র গরমে পুড়ছে বাংলা। অসহ্য গরমের মাঝে বৃষ্টির জন্য চাতকের মত আকাশের দিকে চেয়ে সকলে। অবশেষে মিলল সেই বার্তা।
বাংলার দক্ষিণ অংশ এপ্রিলে এমন টানা আগুনে গরম দেখেনি। প্রতিদিনই তাপপ্রবাহ চলছে। বেলা একটু বাড়ার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে আগুন গরম। সেই গরম সূর্য ডোবার পরও পুরো দস্তুর বজায় থাকছে। যাঁদের এসি রয়েছে তাঁদের কিছুটা রেহাই।
কিন্তু কেবল ফ্যানের হাওয়ার ভরসায় যাঁরা দিন কাটাচ্ছেন, তাঁদের দিন কাটানোই এখন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। না ঘুমোতে পারছেন। না সময় কাটছে। এদিকে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। গরম থেকেও রেহাই নেই।
এই পরিস্থিতিতে অবশেষে এপ্রিল শেষে পৌঁছে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। শনিবার পর্যন্ত এই গরম বজায় থাকতে পারে।
রবিবার থেকে আবহাওয়ায় কিছুটা বদল আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে পারে রাজ্যে। এতে রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে বদল হবে আবহাওয়ায়। এই তীব্র দহন জ্বালা কিছুটা হলেও প্রশমিত হতে পারে।
তার আগে অবশ্য এই তাপপ্রবাহ থেকে রেহাই নেই। বৃহস্পতিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ২ বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে লাল সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।