বৃষ্টি আর কতদিন, কবে সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি, জানাল হাওয়া অফিস
দীর্ঘ দহন জ্বালা সহ্য করার পর চলতি সপ্তাহের শুরুতেই একটা দারুণ ঝড়বৃষ্টি পেয়েছেন মানুষজন। এই সুখ কতদিন বজায় থাকবে সেটাই প্রশ্ন।
প্রবল গরমের মধ্যে ২৯টা বৃষ্টিহীন দিন কাটিয়ে এসেছেন দক্ষিণবঙ্গবাসী। ১৭ দিন টানা চলেছে তাপপ্রবাহ। তারপর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে চলতি সপ্তাহের শুরুতে। অতি ভয়ংকর গরমের পর এই কটা দিনে সকলেই বেশ শান্তিতে কাটিয়েছেন সকাল থেকে রাত।
কিন্তু এখনও বৈশাখ কাটেনি। জ্যৈষ্ঠ তার আগুন ঢালা গরম নিয়ে অপেক্ষায়। তাই সকলের মনেই একটা প্রশ্ন, ফের সেই গরম কবে ফিরে আসবে? নাকি এবারের মত রেহাই! ওই ভয়ংকর গরম আর ফিরবে নাকি ফিরবে না?
বৃষ্টির এই যে স্পেল শুরু হয়েছে তা কতদিন স্থায়ী হবে? আবহাওয়া দফতর কিন্তু এখন স্বস্তির কথাই শুনিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে।
সব সময় বৃষ্টি হবে এমনটা নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। তবে এই সপ্তাহের একটি দিন সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস হল আগামী শুক্রবার সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি অপেক্ষা করে আছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহ শেষের শুরুতেই একটা তোফা দিন পেতে পারেন দক্ষিণের মানুষ।
এই ঝড়বৃষ্টির স্পেল কতদিন স্থায়ী হবে তা এখনও পরিস্কার করে কিছু জানা না গেলেও এটা পরিস্কার যে এই সপ্তাহটা এমনভাবেই কাটতে চলেছে। এটাই বা কম কি!
যে তাপপ্রবাহের তীব্র দহন জ্বালা সহ্য করে নিস্তেজ হয়ে পড়েছিলেন মানুষজন, তাতে গ্রীষ্মকালে বৃষ্টির এমন লম্বা স্পেল অনেকটাই প্রাণ জুড়িয়েছে। পারদও টেনে অনেকটাই নামিয়ে দিয়েছে সোমবার থেকে হওয়া ঝড়বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গেও আগামী ৪ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।