ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে শুরু, জানাল হাওয়া অফিস
এপ্রিলের সেই অসহ্য তাপপ্রবাহের দহন জ্বালা না থাকলেও অস্বস্তিকর গরমে নাজেহাল শহর থেকে গ্রাম। এই অবস্থায় ফের সুখবর শোনাল আবহাওয়া দফতর।
যে অসহ্য গরম এপ্রিল জুড়ে সহ্য করতে হয়েছে রাজ্যের দক্ষিণ অংশের মানুষকে তা তাঁরা হয়তো কখনও ভুলবেন না। কলকাতা শহরেই পারদ ৪৩ ডিগ্রিতে চড়ে রেকর্ড গড়ে ফেলেছে। কলাইকুণ্ডা প্রায় ৪৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল।
সেই অবস্থা মে মাসে নেই। কিন্তু এখন একটা অস্বস্তিকর গরমে মানুষ নাজেহাল। এই অবস্থা থেকে রেহাই পেতে বৃষ্টি চাইছেন সকলে। কিন্তু সেই বৃষ্টির দেখা নেই। যদিও সেই অবস্থা আর থাকবেনা বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝড়বৃষ্টি আসছে। কবে থেকে সেই ঝড়বৃষ্টি হতে পারে? আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী শনিবার বা রবিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বরং পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কলকাতা সহ গাঙ্গেয় অংশে গরম সেই পর্যায়ে না পৌঁছলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে সোমবার থেকে। ঝড়ের গতি হবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
ঝড়ের সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি। আপাতত সোমবার ও মঙ্গলবার এমন পরিস্থিতি থাকবে। তারপরেও যে বৃষ্টি থেমে যাবে এমনটা নয়। অন্ততপক্ষে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে অবশ্য ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে যেমন রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে কিন্তু তা নয়। বরং সেখানে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।