ঘূর্ণিঝড় রেমাল কবে কোথায় আছড়ে পড়তে পারে, মিলল ইঙ্গিত
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল জন্ম নিয়ে নিয়েছে বলাই ভাল। এবার শক্তি বাড়িয়ে সে কবে নাগাদ আছড়ে পড়বে তার ইঙ্গিত মিলল।
বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অপেক্ষায় তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেটাই হল। বৃহস্পতিবার একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। আর একদিনের মধ্যেই তা আরও গভীর নিম্নচাপের চেহারা নেবে বলে মনে করছেন আবহবিদেরা।
শনিবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ফেলতে পারে। তখন তার অবস্থান হবে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর। এরপর সেটি স্থলভাগের দিকে অগ্রসর হওয়া শুরু করবে।
রবিবার দুপুরের পর তা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহবিদেরা। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল।
বাংলাদেশের ওপর আছড়ে পড়লে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল মিলিয়ে আছড়ে পড়লে তার প্রভাব যথেষ্ট হবে। আপাতত এই ঘূর্ণিঝড় তৈরির ওপর নজর রেখেছেন আবহবিদেরা।
বঙ্গোপসাগরে ক্রমে শক্তি বৃদ্ধি করতে থাকা নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রবিবার রেমাল আছড়ে পড়লে তখন প্রবল ঝড় ও সঙ্গে বৃষ্টি হবে।
মে মাসের মধ্যভাগ পার করলেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির ঘটনা বেশ কয়েক বছর ধরেই নজর কাড়ছে। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। এদিকে ঝড়বৃষ্টির জের দক্ষিণবঙ্গের ওপর পড়লেও তার প্রভাব উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।