দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে খুশির খবর, শনিবার থেকে ঝড়বৃষ্টি
দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে এটাই এখন গরমে কাহিল আমজনতার একমাত্র জিজ্ঞাসা। বর্ষা প্রবেশ নিয়ে অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে ভারতে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গেই। তারপর থেকে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের নদীগুলি কার্যত ফুঁসতে শুরু করেছে। যখন উত্তর অতিবৃষ্টিতে নাজেহাল, তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির ছিটেফোঁটারও দেখা নেই। পশ্চিমের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ।
প্রবল গরম আর আর্দ্রতা জনিত অস্বস্তিতে ক্লান্ত অবসন্ন বাকি দক্ষিণবঙ্গও। ফ্যানের তলায় বসেও ঘাম থামছে না। বাইরে বার হলে তো কথাই নেই। এই পরিস্থিতি বদলাতে পারে ভাল বৃষ্টি শুরু হলে। কিন্তু বর্ষা কোথায়? কবে আসবে বর্ষা?
সদুত্তর পাচ্ছিলেন না মানুষজন। এদিকে কষ্ট সহ্যের বাইরে যাচ্ছিল। এই অবস্থায় অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা জানিয়ে দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে আর ৪-৫ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ছড়িয়ে পড়বে। ক্রমে তা দক্ষিণ মুখে অগ্রসর হতে শুরু করেছে।
বর্ষা আসার আগেই অবশ্য দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। যাকে বলা হয় প্রাক বর্ষার বৃষ্টি। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা।
রবিবার ও সোমবার তার দাপট আরও বাড়বে। ফলে টানা অসহ্য ভ্যাপসা গরম কাটিয়ে এই সপ্তাহান্তে একটা অপেক্ষাকৃত মনোরম পরিবেশ পেতে পারেন দক্ষিণবঙ্গের মানুষজন।
হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঝড়বৃষ্টির হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে আগামী ৪-৫ দিনের মধ্যে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।