প্রতীক্ষা শেষে বর্ষা এল দক্ষিণবঙ্গে, সপ্তাহান্তে কেমন বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে আগাম প্রবেশ করেছিল। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ক্রমশ পিছিয়ে যাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল।
ঢুকছি ঢুকছি করেও ঢুকছিল না। উত্তরবঙ্গে যখন অনেক আগেই বর্ষা প্রবেশ করেছিল, যেখানে উপরের হিমালয় সংলগ্ন জেলাগুলি বৃষ্টিতে ভেসে যাচ্ছিল, তখন দক্ষিণবঙ্গ ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিল। বৃষ্টি দূরে থাক, সামান্য ঠান্ডা হাওয়া পর্যন্ত পাওয়া যাচ্ছিল না।
আবহাওয়া দফতরও নিশ্চিত করে বলতে পারছিলনা কবে ঠিক বর্ষা প্রবেশ করবে। অবশেষে সেই বর্ষার প্রবেশ ঘটল দক্ষিণবঙ্গে। দীর্ঘ দহন জ্বালা ও প্রতীক্ষার অবসান হল।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে শুক্রবার। দক্ষিণবঙ্গে অবশ্য পুরো অংশে ছড়ায়নি। শুক্রবার কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় সম্পূর্ণভাবে বর্ষা প্রবেশ করেছে।
মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার সিংহভাগ এলাকায় বর্ষার প্রবেশ ঘটেছে। এছাড়া হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে বর্ষার আগমন ঘটেছে শুক্রবার।
এবার ক্রমে তা বাকি জেলাতেও ছড়িয়ে পড়বে। তবে আগামী কয়েকদিনে যে বর্ষা প্রবেশ করেছে বলে ঝেঁপে বৃষ্টি হবে এমনটা নয়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সপ্তাহ শেষের মুখেই বর্ষা প্রবেশের খবরে দক্ষিণবঙ্গের মানুষ উচ্ছ্বসিত। এদিকে উত্তরবঙ্গে ক্রমে বৃষ্টি কিছুটা কমবে বলেই পূর্বাভাস। ২৩ জুন পর্যন্ত বৃষ্টি কমে তারপর ফের তা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস।
এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পর লাগোয়া রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনেকটাই ছড়িয়ে পড়তে চলেছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই ওই রাজ্যগুলির অনেক অংশে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।