বর্ষা এলেও বৃষ্টি নেই, কবে থেকে ভাল বৃষ্টি, মিলল পূর্বাভাস
বর্ষা না ঢোকা নিয়ে চিন্তাটা দূর হওয়ার পর ভাল বৃষ্টি পাবেন বলে আশা করেছিলেন সকলে। কিন্তু বৃষ্টি নেই। কবে থেকে বৃষ্টি বাড়বে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বর্ষা না ঢোকা এবং ভ্যাপসা গরমে নাজেহাল দশা নিয়ে মানুষের ক্ষোভের শেষ ছিলনা। সেই বর্ষা অবশেষে ঢুকলেও বৃষ্টির দেখা নেই। বর্ষা ঢুকেছে। আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। কিন্তু বৃষ্টি নেই। গরমে নাজেহাল হতে হচ্ছে।
কবে নামবে ভাল বৃষ্টি? বর্ষা প্রবেশের পরও এ প্রশ্ন মানুষের মন থেকে যাচ্ছেনা। আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রতিদিনই রয়েছে। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায়।
কলকাতায় বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়ের গতি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবার কলকাতার কয়েক জায়গায় অতি সামান্য বৃষ্টি হয়েছে। মাটি ভেজার মত।
মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে না হলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। এই জেলাগুলি ছাড়া মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা অন্য জেলাগুলিতে নেই।
দক্ষিণবঙ্গ বর্ষা ঢোকার পরও যেখানে বৃষ্টির জন্য চাতকের অপেক্ষায় দিন কাটাচ্ছে, সেখানে উত্তরবঙ্গ কিন্তু ভারী বৃষ্টি পাচ্ছে। মালদায় তেমন ভারী বৃষ্টি বা ঝড়বৃষ্টির সম্ভাবনা অবশ্য নেই।
তবে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষাও ঢুকেছে অনেকে আগে। এমনকি অনেক জায়গায় বানভাসি চেহারাও নিয়েছে হিমালয় লাগোয়া জেলাগুলি।