ভ্যাপসা গরমের মাঝে ঝড়বৃষ্টি নিয়ে ভাল খবর দিল হাওয়া অফিস
বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। মেঘের আনাগোনাও বেড়েছে। কিন্তু বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরম বেড়ে চলেছে। এর মধ্যেই সুখবর দিল হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বর্ষা আগেই ঢুকেছে। সেখানে বৃষ্টিও হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার দেখা ছিলনা। দীর্ঘ অপেক্ষার পর যাও বা দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটল, তো বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরম ফের মাথাচাড়া দিয়েছে। ঘাম ঝরছে। অস্বস্তি বাড়ছে।
এই চরম অস্বস্তিকর আবহাওয়ায় জুন মাসের শেষে পৌঁছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের একটাই জিজ্ঞাসা বৃষ্টি কবে? আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টি নেই। এমন এক পরিস্থিতিতে অবশেষে আশার আলো দেখাল আবহাওয়া দফতর।
প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা সেভাবে মিলছে না। তবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সর্বত্রই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
হাওয়ার গতি হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।
তবে বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সপ্তাহ শেষে কিন্তু তেমন বৃষ্টি পাওয়ার সম্ভাবনা থাকছে না। রবিবার অবশ্য দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল।
মালদা ও ২ দিনাজপুর বাদ দিলে বাকি উত্তরের জেলাগুলিতে সর্বত্রই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের জন্য।