রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কেমন বৃষ্টি, জানাল হাওয়া অফিস
জুলাইয়ের শুরুতে কয়েকদিন রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বিশেষ বুলেটিনে কোথায় কেমন বৃষ্টি হবে তাও জানিয়েছে তারা।
উত্তরে বর্ষার প্রবেশ ১ মাস পার করেছে। দক্ষিণে দিন দশেক। উত্তর শুরু থেকেই বৃষ্টি পেলেও দক্ষিণে তেমন বৃষ্টির দেখা নেই। জুলাই মাসের শুরুতেই রাজ্যে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস বলছে হিমালয় ঘেঁষা জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হবে। টানা কয়েকদিন ধরে এই বৃষ্টি চলবে। ফলে উত্তরবঙ্গ জুলাইয়ের শুরুতেই ভাসতে চলেছে।
উত্তরবঙ্গের জন্য অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য কিন্তু তেমন পূর্বাভাসে ঘাটতি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছেই।
মঙ্গলবার কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। যার মধ্যে রয়েছে ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
তবে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেমন হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে, সেটাই হবে। ফলে জুলাইয়ের প্রথম সপ্তাহেও তেমন কোনও ভারী বৃষ্টি পাচ্ছেনা কলকাতা।
তুলনায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল বৃষ্টি হবে কয়েকদিনে। পাহাড়ি এলাকায় ধস নামার সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
তিস্তা, জলঢাকা, তোর্সা এবং সংকোশ নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। বৃষ্টি এতটাই ঝেঁপে হবে যে বৃষ্টির সময় দৃশ্যমানতাও কমে যাবে। ঝাপসা লাগবে চারধার।