রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস, রথে কোথায় কেমন বৃষ্টি, জানাল হাওয়া অফিস
গোটা রাজ্যেই প্রায় আকাশ মেঘে ঢাকা। রবিবার রথযাত্রা উৎসব। ওইদিন আবহাওয়া কেমন থাকবে তা সকলেরই প্রশ্ন। রথের আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আকাশে মেঘের আনাগোনা লেগেই আছে। সে রাজ্যের সর্বত্রই। তবে শুক্রবার বৃষ্টির তেমন দেখা ছিলনা। বরং কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রোদ ছিল ভালই। শনিবার অবশ্য সকালের দিকে রোদ থাকলেও পরে মেঘে ঢেকে যায় আকাশ। ফলে সকালের দিকে যে গরমটা অনুভূত হচ্ছিল, তা বেলায় ছিলনা।
রবিবার রথযাত্রা উৎসব। ছুটির দিন রথ। তাই উৎসাহ অনেকটাই তুঙ্গে। রথের আয়োজন শনিবার থেকেই শুরু হয়ে যায় অনেক বাড়িতে।
রথের দিন বৃষ্টি এক চিরাচরিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবারও কি তাই হবে? আবহাওয়া দফতর রাজ্য জুড়েই কোথায় কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। রথের দিন প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি।
এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার পর্যন্ত। তুলনায় তেমন বৃষ্টি পাবে না ২ দিনাজপুর ও মালদা। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ শনিবারও মেঘে ঢাকা থাকলেও ভারী বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
সর্বত্রই বৃষ্টি হতে পারে। তবে তা হবে বিক্ষিপ্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিই পাবে দক্ষিণবঙ্গের সব জেলা। যাকে ঝেঁপে বৃষ্টি বলে তা রথের দিনেও হবেনা।
অল্প বৃষ্টিতেই রথ পালন করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। গাঙ্গেয় বঙ্গ হোক বা পশ্চিম প্রান্তের জেলা, সর্বত্রই একই আবহাওয়া বজায় থাকবে। রথের পরেও আগামী সপ্তাহের শুরুতে এমনই আবহাওয়া বিরাজ করবে।