বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছিল। সেদিকে নজরও রেখেছিলেন আবহবিদেরা। সেই নিম্নচাপ এখন ওড়িশামুখী। ফলে ফের একটা প্রবল বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে বাংলার। কিন্তু নিম্নচাপের প্রভাবে দুই মেদিনীপুরে বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সেইসঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে বানভাসি চেহারা নেওয়ার মত বৃষ্টির ভ্রূকুটি থেকে রেহাই মেলা অনেককিছু বলে মনে করছেন কিছুদিন আগেই বানভাসি অবস্থা থেকে সবে স্বাভাবিক জীবনে ফেরা দক্ষিণবঙ্গের মানুষজন। সামনে পুজো। তার আগে বানভাসি হওয়া বাংলায় নতুন নয়। সেই অবস্থায় ফের পড়তে চাইছেন না কেউই।