স্বাধীনতা দিবসের দিন ভারী বৃষ্টি, মাটি হতে পারে ছুটির পরিকল্পনা
বৃষ্টি মঙ্গলবারও দফায় দফায় হয়েছে। বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভাসতে পারে স্বাধীনতা দিবসও। কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস মিলল।
স্বাধীনতা দিবসের দিনটা একটা দারুণ ছুটি সকলের কাছে। এবার বৃহস্পতিবার স্বাধীনতা দিবস থাকায় অনেকেই শুক্রবার ছুটি নিয়ে টানা ৪ দিনের ঘোরার পরিকল্পনা করে ফেলেছেন। কেউ আবার বন্ধুবান্ধব, পরিবার নিয়ে দিনটা গেট টুগেদার দিয়ে আনন্দে কাটাতে চলেছেন।
কারও পরিকল্পনা ওইদিন পুজোর জন্য বাজার করা। এমন নানাধরনের পরিকল্পনা মনের মধ্যে রয়েছে। যাঁরা বাড়িতেই থাকবেন তাঁদের বেশ একটা অলস ছুটি কাটতে চলেছে। কিন্তু যাঁরা বাড়ি থেকে বার হতে চলেছেন তাঁদের জন্য বৃষ্টি একটা বড় চিন্তা হতে পারে।
কারণ বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। যে তালিকায় কলকাতাও রয়েছে।
কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। যার মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া। দক্ষিণের এই ৫ জেলা ভারী বৃষ্টিতে ভাসতে পারে বৃহস্পতিবার। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় এই ২ দিনেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রেহাই নেই শুক্রবারও। শুক্রবার দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়া। তবে হাওড়ায় হলেও কলকাতায় শুক্রবার কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার আরও কমবে বৃষ্টি।
বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার সঙ্গতে এই বৃষ্টির পরিস্থিতি। যার জেরে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শনিবার পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।