সকাল থেকে নাগাড়ে বৃষ্টি, রাখিও কি এভাবেই ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
রবিবার সকাল থেকেই একটানা বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। সোমবার রাখি পূর্ণিমা। ওদিনও এই অবস্থা চলবে কি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টিতে রবিবারের সকালে ভোজনপ্রিয় বাঙালির বাজার মাটি হয়েছে।
যাঁদের অন্য কোথাও যাওয়ার ছিল তা মাটি হয়েছে। এমনকি পুজোর বাজারও এ রবিবার মাটি। খিচুড়ি খেয়ে একটা অলস দিনই কাটাচ্ছেন মানুষজন।
রবিবার ছুটির দিন। ফলে এই বৃষ্টিতে অসুবিধার মাত্রা কম। কিন্তু সোমবার অফিস কাছারি রয়েছে। আবার সোমবার রাখি পূর্ণিমাও। ফলে উৎসব আবহে মেতে উঠতে চলেছে বাংলা।
কিন্তু উৎসবের সবচেয়ে বড় অন্তরায় হল বৃষ্টি। যে বৃষ্টি শুরু হয়েছে রবিবার থেকে তা সোমবারও কি বজায় থাকবে, সেটাই এখন সকলের প্রশ্ন।
আবহাওয়া দফতর জানাচ্ছে সোমবারও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। যা পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় এলাকা ভাসাচ্ছে।
মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার গতি ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে বলে পূর্বাভাস। সঙ্গে বৃষ্টি চলবে।
ক্রমে এই নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে নিম্নচাপের এই নাগাড়ে বৃষ্টি কম বেশি ভোগাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে। বৃষ্টিতে ভিজবে কলকাতাও। উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। যা চলবে আগামী বুধবার পর্যন্ত।