নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা, জন্মাষ্টমী কি ভাসবে, মিলল পূর্বাভাস
বাংলাদেশের ওপর থাকা নিম্নচাপ এখন সরে এসেছে এ রাজ্যে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে। এই পরিস্থিতিতে কেমন থাকবে জন্মাষ্টমীর আবহাওয়া। মিলল পূর্বাভাস।
বাংলাদেশের ওপর থাকা একটি নিম্নচাপ এখন এ রাজ্যে সরে এসেছে। তা ক্রমে পশ্চিমাঞ্চলের দিকে সরে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। তার আগে এ রাজ্যে অতি বৃষ্টি ঝরাবে। তবে একা নিম্নচাপ হলেও একটা কথা ছিল। তার সঙ্গে যোগ দিয়েছে উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত।
এই ২-এর জেরে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। গত শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভাল বৃষ্টি হয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে সোমবার জন্মাষ্টমী। তার আগে রবিবার জন্মাষ্টমীর পুজোর কেনাকাটায় ব্যস্ত থাকবেন অনেকে। ফলে রবিবার থেকেই ব্যস্ততা তুঙ্গে উঠবে।
সকলেরই তাই প্রশ্ন জন্মাষ্টমীর দিন বা তার আগের দিন আকাশের অবস্থা কেমন থাকবে? জন্মাষ্টমী কি বৃষ্টিতে ভাসবে? উত্তর দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার রাজ্য জুড়েই যা বৃষ্টি হওয়ার হবে।
তারপর রবিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায়।
ফলে এসব জেলায় জন্মাষ্টমীর কেনাকাটায় মানুষ সমস্যায় পড়তেও পারেন। সোমবার জন্মাষ্টমীর দিন কলকাতায় সেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
দক্ষিণবঙ্গের ৩টি জেলা বাদ দিয়ে বাকি সব জেলাতেই একই পূর্বাভাস। কেবল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এই জেলা বাদ দিয়ে বাকি জেলার মানুষজনের জন্মাষ্টমী পালনে তেমন একটা বড় বাধা হবেনা বৃষ্টি।