জন্মাষ্টমীতে সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, কতদিন চলবে এমন পরিস্থিতি
জন্মাষ্টমীতে রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা সেই তালিকায় ছিলনা। কিন্তু সোমবার সকাল থেকে কার্যত ভিজে একসা গোটা রাজ্য।
গত সপ্তাহের মধ্যভাগ থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে। যত সপ্তাহ শেষের দিকে এগিয়েছে ততই বৃষ্টি দাপট বাড়িয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে। যে তালিকায় কলকাতা ছিলনা।
কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু সব হিসাব গোলমাল করে সোমবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হতে থাকে। সকালের দিকে জন্মাষ্টমীর কেনাকাটা বৃষ্টিতে অনেকটাই মাটি হয়েছে।
হালকা নয়, যখনই বৃষ্টি হয়েছে ঝেঁপে নেমেছে। বেশিক্ষণ স্থায়ী না হলেও কিছুক্ষণের বিরতি দিয়ে ফের বৃষ্টি নেমেছে। আর এভাবেই দিন গড়িয়েছে।
জন্মাষ্টমী যাঁরা বাড়িতে পালন করেন তাঁদের বৃষ্টি ভেজা জন্মাষ্টমী কেটেছে। ছুটি থাকায় এদিন অনেকে পুজোর বাজার করার পরিকল্পনাও করেছিলেন। তাও মাটি করেছে বৃষ্টি। বৃষ্টির জন্য পুজোর বাজার এখনও সেভাবে জমছে না বলেই জানাচ্ছেন বিক্রেতারা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ২ দিনাজপুর ও কোচবিহার ছাড়া সর্বত্রই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪টি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।