দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসবে, কলকাতায় কেমন বৃষ্টি
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কোন কোন জেলায় প্রবল বর্ষণ তারও পূর্বাভাস মিলল।
সেপ্টেম্বর মাসের বেশ কিছুটা সময় অতিবাহিত। হাতে আর কিছুদিন। তারপরই বাঙালি মাতবে দুর্গাপুজোয়। তার আগে এখন সপ্তাহ শেষ মানেই কেনাকাটার ভিড়। এরমধ্যেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তাও আবার সপ্তাহের শেষে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সমুদ্রে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইবে। এর জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হতে পারে। এই ৫ জেলায় সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সপ্তাহ শেষে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে তা উপকূল ঘেঁষা ৫টি জেলা বাদ দিয়ে তেমন একটা ভয়ংকর রূপ নেবে না। কলকাতায় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে ক্রমে এই নিম্নচাপটি ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের দিকে সরে যাবে। তখন দক্ষিণবঙ্গ জুড়েই ফের ভাদ্র মাসের রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে।
আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর জুড়েই বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হবে। যার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে।
উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।