State

নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি, কতদিন চলবে এই পরিস্থিতি, জানাল হাওয়া অফিস

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে শুক্রবার সন্ধে থেকে। নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি। কতদিন চলবে এমন বৃষ্টি। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

মায়ানমারের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমে বাংলাদেশের দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হয়। তারপর তা যতই ক্রমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে এসেছে ততই তার শক্তি বেড়েছে। তা গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে।

এই গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হলেও সন্ধে নামার পর লাগাতার বৃষ্টি শুরু হয়। কখনও বৃষ্টির তেজ বেড়েছে। কখনও কমেছে। কিন্তু বৃষ্টি থেমেছে এমন পরিস্থিতি প্রায় তৈরিই হয়নি।


বৃষ্টি সারারাতের পর সকালেও একইভাবে হতে থেকেছে। আকাশের মুখ ছিল ভার। পুরু মেঘের আস্তরণে ঢাকা। দক্ষিণবঙ্গ জুড়েই এই পরিস্থিতি বিরাজ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার সারাদিনই বৃষ্টিতে ভিজবে দক্ষিণের জেলাগুলি।

লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। এই ২ জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। কমলা সতর্কতা জারি হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ২ বর্ধমান ও বীরভূমে।


এখানে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে শনিবার দিনভর। শনিবার রাতের দিকে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কথা। তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।

রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। ফলে এই নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি রবিবারই কেটে যাবে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গের সব জেলায় শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সেখানে বৃষ্টি কমবে। কেবল দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button