ফের নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা
ফের নিম্নচাপের সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগরে ফের সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। কবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।
ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হল। সোমবারের মধ্যেই সেই নিম্নচাপটি তৈরি হতে পারে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর কতটা প্রবল প্রভাব ফেলবে তা এখনও পরিস্কার নয়। তার অভিমুখও পরিস্কার নয়। তবে বৃষ্টি কিন্তু অপেক্ষা করছে।
পুজোর আর কটা দিন বাকি। তার আগে পুজোর বাজার তুঙ্গে। শনি, রবিবার সবচেয়ে বেশি মানুষ পুজোর বাজার করতে বার হন। গত সপ্তাহটা ভিজেই একাকার হয়েছে।
এবার শনিবার আকাশ পরিস্কার থাকলেও রবিবার কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন থাকছে। রবিবার ৭টি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
যে তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবারের পর সোমবারও ৭টি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এরমধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ২ মেদিনীপুর, বাঁকুড়া ও ২ বর্ধমান জেলা।
এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার আবার থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা ৪ জেলায়। এর মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা এবং ২ মেদিনীপুর।
বাদবাকি জেলায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি বা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে কলকাতায় এখনই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সোম থেকে বুধবার পর্যন্ত কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।