নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় কমলা সতর্কতা
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তার জেরেই ফের বৃষ্টির কোপে বাংলা। পুজো সামনে। তার আগে এই বৃষ্টির পূর্বাভাস মোটেও খুশি করতে পারল না মানুষজনকে।
সোমবার থেকে ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। এদিকে এই সময়টায় প্রতিবছরই বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি বাঙালির মনকে বিষণ্ণ করে তোলে। সামনেই পুজো। তার আগে আর বৃষ্টি চান না তাঁরা।
কিন্তু প্রকৃতি তো নিজের মতই চলবে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা মধ্য বঙ্গোপসাগরে থাকলেও তার অভিমুখ দক্ষিণ পশ্চিম দিকে। যার ফলে বঙ্গোপসাগরের পশ্চিম দিকে বেশি বৃষ্টি হবে। তার প্রভাব থেকে মুক্তি পাবেনা পশ্চিমবঙ্গও।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় সোম থেকে বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির দাপট সবচেয়ে বেশি দেখা যাবে বুধবার।
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত ৪ জেলায়। এই ৪টি জেলা হল ২ মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ। উত্তরবঙ্গে আবার বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার পরিস্থিতি আরও জটিল হবে। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ওই ৫ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। খুশির খবর একটাই, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে পুজোর আগে চলতি সপ্তাহের শেষের দিনগুলি শুকনোই কাটার কথা।