পুজোর মুখে কদিন ধরে কেমন হবে বৃষ্টি, পূর্বাভাস মোটেও সুখের নয়
বাঙালি কোমর বেঁধে তৈরি পুজোয় মেতে ওঠার অপেক্ষায়। তার মধ্যেই দেবীপক্ষ শুরুই হল বৃষ্টি দিয়ে। কতদিন চলবে বৃষ্টি, কোথায় কেমন বৃষ্টি হবে, তার পূর্বাভাস মিলল।
পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। প্যান্ডেলে শেষ মুহুর্তের ছোঁয়া দেওয়ার কাজ চলছে। প্রতিমা হয় এসে পড়েছে বা আসার অপেক্ষায়। বাঙালি তৈরি দুর্গাপুজোর জন্য। ঠিক তার আগেই দেবীপক্ষের শুরুই হল বৃষ্টি দিয়ে।
মেঘের গর্জনটা বেলা থেকেই শুরু হয়েছিল। আকাশ ক্রমে পুরু মেঘে ছেয়ে যাচ্ছিল। দুপুরে শুরু হয় বৃষ্টি। আকাশ কালো করা মেঘে বৃষ্টি নামে কলকাতা সহ আশপাশে। আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে তা মোটেও কিন্তু সুখকর নয়।
বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব জায়গায় বৃষ্টিও হয়েছে। শুক্রবার পরিস্থিতি আরও জটিল হবে।
দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই শুক্রবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
শনিবার হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার পর্যন্ত পুজোর প্রস্তুতি অনেকটাই ধাক্কা খেতে পারে এই বৃষ্টিতে।
আবহাওয়া দফতর জানাচ্ছে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার হাত ধরে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টিপাত।
শুক্রবার সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে যেখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার পর্যন্ত, সেখানে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবারের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কমলা সতর্কতা থাকছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার থেকে বৃষ্টি কমবে। তবে শনিবারও আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে দুর্গাপুজোর মুখে আবহাওয়া অসুরের রূপ নিল বলাই যায়।