দুর্গাপুজোয় কবে কেমন আবহাওয়া থাকবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
দুর্গাপুজো শুরুর আগেই কিন্তু ঝেঁপে বৃষ্টি দেখেছেন রাজ্যবাসী। এখনও মাঝে মাঝেই মেঘে ঢাকছে আকাশ। পুজোর কবে কেমন আবহাওয়া থাকবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর।
পুজো শুরু হয়ে গেছে বলাই ভাল। সন্ধের পর অনেক জায়গায় দেবীর বোধন। শনিবার বিজয়া দশমী। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বা তারপরেও কবে কেমন থাকবে আবহাওয়া? এটা সকলেই জানতে চাইছেন।
জানতে চাইছেন কতটা বৃষ্টি দুর্যোগহীন পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন তাঁরা। আবহাওয়া দফতর এবার জানিয়ে দিল পুজোর দিনগুলোয় কলকাতা সহ রাজ্যের কোথায় কবে কেমন আবহাওয়া থাকবে।
বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মেঘের আনাগোনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। এমনকি কয়েক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার দুই ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতায় মাঝেমধ্যে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। হালকা বৃষ্টিও হতে পারে।
শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই কয়েক জায়গায় হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।
রবিবার একাদশীর দিন কলকাতা সহ দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে। বাকি জেলাগুলি শুকনো থাকবে।
উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত মাঝারি থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও প্রায় একই পূর্বাভাস। শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে কিছুটা বেশি এবং বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
ফলে পুজোর দিনগুলোয় যে একেবারেই বৃষ্টি হবেনা, এমন নিশ্চয়তা আবহাওয়া দফতরও দিচ্ছেনা। আবার একেবারে যে ঝেঁপে ভাসিয়ে দেওয়া বৃষ্টি হবে বা একটানা বৃষ্টি হবে এমন পূর্বাভাসও নেই।