খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে প্রায় ১ সপ্তাহ হল। কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আস্তরণ চোখে পড়ছিল। সোমবার তা আরও পুরু হল। সকালের আকাশ দেখে বোঝা দায় হচ্ছিল বর্ষাকাল না হেমন্ত!
বাংলাদেশের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের সাঁড়াশি চাপে ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। আকাশ মেঘলা থাকবে। এমন অবস্থা চলবে আগামী ২ থেকে ৩ দিন। একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও।
ডেঙ্গিতে জেরবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ চাইছেন বৃষ্টি থেকে রেহাই। উত্তুরে হাওয়া বইতে শুরু করলে ডেঙ্গি থেকে কিছুটা রেহাই মিলতে পারে, সেই আশায় তাঁরা চাইছেন হিমেল পরশ। বৃষ্টিহীন নীল আকাশ। কিন্তু মাঝেমধ্যেই বৃষ্টি আর তারপর রোদ আদপে ডেঙ্গির প্রাদুর্ভাবকে আরও সুদূরপ্রসারী করে তুলছে। যাতে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কার পারদ আরও চড়ছে।