State

রাজ্য থেকে বিদায় নিল বর্ষা, তবে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

রাজ্য থেকে এবছরের মত পাততাড়ি গোটাল বর্ষা। তবে বর্ষা বিদায় হলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। রয়েছে কারণ।

এ রাজ্যের মানুষ গ্রীষ্মের অসহ্য গরম সহ্য করতে করতে ক্লান্ত হয়ে কবে বর্ষা আসবে তার জন্য মে মাস থেকেই দিন গোনেন। খবর রাখেন আবহাওয়া দফতর কি বলছে? কবে আসবে বর্ষা?

আবার বর্ষায় একসময় হিমসিম খেয়ে সেপ্টেম্বর থেকেই জানার চেষ্টা করেন বর্ষা কবে বিদায় নিচ্ছে এ রাজ্য থেকে? আর বৃষ্টি চাইছেন না মানুষ।


আর এর মধ্যেই আবহাওয়ার আপডেটে বর্ষা বিদায়ের কথা জানিয়ে দিল আবহাওয়া দফতর। ১৩ অক্টোবর এ রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল বর্ষা। তবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সৌজন্যে নিম্নচাপ।

বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে। ফলে নতুন করে বৃষ্টির আশঙ্কা থাকছে।


যদিও তা দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর কোন দিকে যাবে তা এখনও পরিস্কার নয়। এ রাজ্যের দিকে না এলে অতটা বৃষ্টির ভয় নেই। তবে দেখা গেছে অক্টোবরের ২০ তারিখের পর এ রাজ্য সাধারণত একটি নিম্নচাপের কবলে পড়ে। যার জেরে প্রবল বৃষ্টিও হয়।

কালীপুজোর আগে এই বৃষ্টি কালীপুজো ভাইফোঁটার আনন্দ মাটি করতে পারে বলেও মনে করেন অনেকে। এবারও তেমনই পরিস্থিতি হবেনা এমনটা হলফ করে বলতে পারছেন না আবহবিদেরা। সে পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button