বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘনাচ্ছে দুর্যোগ, কবে কেমন বৃষ্টি, মিলল পূর্বাভাস
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। যা ক্রমে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তার প্রভাব এ রাজ্যে কতটা তার পূর্বাভাস মিলল।
বঙ্গোপসাগরে দুর্যোগ ঘনাচ্ছে। দুর্গাপুজো শেষ হয়েছে। সামনে কালীপুজো। তার মাঝে টানা ৩ দিন ধরে প্রতিদিনই আকাশ কালো করে মেঘের সঞ্চার হচ্ছে। বৃষ্টি নামছে। আকাশও অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকছে। সব মিলিয়ে বৃষ্টি ঝরছে।
তবে এটা কোনও নিম্নচাপের প্রভাবে নয়। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবার শুরু হবে। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হবে।
এরপর সেটি উত্তর পশ্চিম অভিমুখে যেতে শুরু করবে। এই পথে সে আরও শক্তি বৃদ্ধি করতে থাকবে। আগামী বৃহস্পতিবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাবে আগামী বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোথাও অতিভারী বৃষ্টি তো কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গেই এর প্রভাব পড়বে। উত্তরবঙ্গে তুলনায় তেমন প্রভাব পড়বে না এই নিম্নচাপের। তবে আবহবিদদের একাংশ মনে করছেন এই নিম্নচাপ অতিশক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টিও করতে পারে। তবে বিষয়টি এখনই পরিস্কার নয়।
পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে মাছ ধরায় মৎস্যজীবীদের কোনও বাধা নেই। তবে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে মঙ্গল ও বুধবার। তাই ওই ২ দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি কিন্তু এখন প্রতিদিন নিয়ম করে হচ্ছে। মাঝে ২-১ দিন শুকনো থাকলেও থাকতে পারে। তবে তারপর আগামী বুধবার ও বৃহস্পতিবার ফের ভাল বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস।