State

ঝিরঝির বৃষ্টি, শীত উধাও, কতদিন চলবে এমন আবহাওয়া, মিলল পূর্বাভাস

শীতের আমেজ যখন ক্রমশ জড়িয়ে ধরছিল দক্ষিণবঙ্গকে, তখনই বাধা। শুক্রবার থেকে বদলে গেল আবহাওয়া। কবে ফিরবে শীতের আমেজ। কি বলছে আবহাওয়া দফতর।

একটু একটু করে পারদ পতন হচ্ছিল। শীতের পরশ ক্রমশ প্রকট হচ্ছিল। নরম রোদ, হেমন্তের গন্ধ, শীত শীত ভাব। সকলের মন ভরে উঠছিল। আর ঠিক তার মাঝেই শুক্রবার থেকে বদলে গেল সবকিছু। মেঘে ঢাকা পড়ে গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা।

উপকূলীয় জেলাগুলিতে তো বৃষ্টিও হয়েছে শুক্রবার। শুক্রবার কলকাতারও কোথাও কোথাও ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। শনিবার সকালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।


এদিন সকালে অনেক জায়গাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। রাস্তা কাদায় মাখামাখি হয়েছে। সঙ্গে বয়েছে একটা জলীয় বাষ্পে ভরা ভিজে হাওয়া। নভেম্বরের শেষে এমন এক আবহাওয়া কখনওই মেনে নিতে পারছেন না কেউ।

মেঘ, বৃষ্টির ধাক্কায় শীত উধাও হয়েছে দক্ষিণবঙ্গ থেকে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেনজলের দাপটেই এই পরিস্থিতি বলে মনে করছেন আবহবিদেরা।


যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়েনি। তবে মেঘ ঢুকেছে দক্ষিণবঙ্গের আকাশে। তার জেরে আবহাওয়া একদম বদলে গেছে। আবার পশ্চিমি ঝঞ্ঝার দাপট রয়েছে উত্তর পশ্চিম ভারতে।

হাওয়া অফিস মনে করছে আগামী সোমবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তারপর থেকে আবহাওয়ার বদল ফের নজরে পড়বে। যদিও পারদ পতন যেভাবে হচ্ছিল সেটা ফিরতে আরও কটা দিন লাগবে।

আগামী ৬ ডিসেম্বর থেকে পারদ ফের নিচের দিকে নামবে। যা কার্যত দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরিয়ে আনবে। নভেম্বরেই পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। পুরুলিয়ায় ১১ ডিগ্রিতে নেমেছিল পারদ। সেই পরিস্থিতি পশ্চিমের জেলায় ফিরবে ডিসেম্বরের ৯ বা ১০ তারিখের পর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button