শীতের কামড় বাড়ছে, দক্ষিণবঙ্গের ৭ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
শীতের কামড় বাড়ছে। কলকাতায় এখন প্রায় সকলের গায়েই শীতের পোশাক। জেলায় জেলায় ঠান্ডা আরও বেশি। এরমধ্যেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
শীত এসে পড়েছে। যদিও পৌষে পা দিতে সামান্য কিছু সময় বাকি। কিন্তু অগ্রহায়ণের শেষেই শীতের কামড় টের পাচ্ছেন বাংলার মানুষ। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও গত বুধবার থেকে ঠান্ডা কতকটা লাফ দিয়েই বেড়েছে।
ফলে রাতারাতি সকলেই শীতের পোশাক থেকে লেপ, কম্বল বার করে ফেলেছেন। ঠান্ডা জল ছেড়ে গরম জলে স্নান করছেন। কলকাতাতেও ঠান্ডার প্রকোপ বেশ। সঙ্গে রয়েছে কুয়াশার ছোঁয়া।
এদিকে কলকাতার বাইরে জেলাস্তরে ঠান্ডার প্রকোপ আরও বেশি করে অনুভূত হচ্ছে। তুলনায় ফাঁকা জায়গা হওয়ায় সেখানে ঠান্ডার কামড় বেশি। এর মধ্যেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত শনিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ফলে সেখানে যে হাড় হিম করা ঠান্ডায় কাঁপতে হবে বাসিন্দাদের তা বলার অপেক্ষা রাখে না। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের দাপুটে ঠান্ডা বাতাসই পশ্চিমের জেলাগুলিতে এই শৈত্যপ্রবাহের আবহ তৈরি করে দিয়েছে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ হলে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা তার প্রভাবে ঠান্ডার কামড় থাকবে তা মেনে নিচ্ছেন অনেকেই। উত্তরবঙ্গের কয়েক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহের কোনও পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলির জন্য নেই।