বুধবারের পর বৃহস্পতিবারও আকাশের মুখ ভার। মেঘের পুরু চাদরে ঢাকা আকাশ। মাঝেমধ্যেই নামছে বৃষ্টি। তবে ঝিরঝিরে। তাতে কী? স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় হেমন্ত ভ্যানিস। সেখানে জোলো বর্ষার আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে অন্ধ্রপ্রদেশের ওপর থাকা নিম্নচাপটি এদিন ওড়িশা উপকূলের কাছে সরে এসেছে। অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। ফলে আগামী ২ দিন বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম।
এদিকে বৃষ্টির জেরে নতুন করে ডেঙ্গি সহ মশাবাহিত রোগ তার স্বরূপ ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ছোট ছোট জায়গায় বৃষ্টির জল জমে যায়। বৃষ্টি থামলে সেই জলেই নিশ্চিন্তে ডিম পাড়ে মশা। বৃষ্টি বন্ধ হয়ে ভাল রোদ উঠলে আর আবহাওয়া শুকনো হলে জমা জল শুকিয়ে যায়। তাতে মশার প্রজনন বাধা পায়। ডিম পাড়ার উপযুক্ত জায়গার অভাব আর বাতাসে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি, দুইই কমিয়ে দেয় মশার প্রজনন। ফলে কমে যায় মশাবাহিত রোগও। কিন্তু দফায় দফায় নিম্নচাপ আর বৃষ্টি সেই অবস্থা হতে দিচ্ছে কই? ফলে বাড়ছে মশার দাপট। বাড়ছে মশাবাহিত রোগের দাপট।