বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা, চড়বে পারদ, কেমন থাকবে আবহাওয়া
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ, গাঙ্গেয় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা। কলকাতাতেই পারদ ১৩ ডিগ্রির নিচে নামা। এসব দেখার পর এবার বদলাতে চলেছে আবহাওয়া।
পশ্চিমবঙ্গে এবার অগ্রহায়ণের শেষেই পারদ অনেক নিচে নেমেছে। শীত যেমন এবার একটু আগেই পা রেখেছে রাজ্যের দক্ষিণ ভাগে, জাঁকিয়ে ঠান্ডায় তড়িঘড়ি বেরিয়েছে লেপ, কম্বল, সোয়েটার, শাল, মাফলার, টুপি। তবে শৈত্যপ্রবাহ রবিবারে সপ্তাহ শেষের সঙ্গেই শেষ হয়েছে রাজ্যে। আপাতত তার বিরতি।
এদিকে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আরও একটি নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হয়ে তার শক্তি বাড়ানোর উদ্যোগ শুরু করেছে।
যা শক্তি বাড়িয়ে অবশ্য পশ্চিমবঙ্গের দিকে আসার তেমন সম্ভাবনা নেই। যাবে তামিলনাড়ু উপকূলের দিকে। ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে। তবে পশ্চিমবঙ্গের পারদ এবার চড়বে।
বিশেষত দক্ষিণবঙ্গের পারদ চড়বে। ১৮ ডিসেম্বরের পর থেকে তা আরও বাড়বে। যে গতিতে পারদ নেমেছিল, প্রায় সেই গতিতে পারদ ফের চড়ার সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি যোগ হয়েছে।
আবহবিদরা মনে করছেন আগামী বুধবারের পর থেকেই রাজ্যের আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে। আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ফলে সপ্তাহ শেষে ভিজতে পারে কলকাতা সহ ৮ জেলার মাটি। যা কার্যত শীতকে অনেকটাই দমিয়ে দেবে। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি হতে পারে।