রাজ্যের ৪ জেলায় বৃষ্টি, চড়ছে পারদ, কবে থেকে ফিরবে ঠান্ডা, মিলল পূর্বাভাস
রাজ্যে এই পৌষের শীতের মধ্যেও ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গরমও বাড়ছে। কবে থেকে ফিরবে ঠান্ডা। কি বলছে আবহাওয়া দফতর।
বছরের শুরুটা দারুণ এক ঠান্ডার মধ্যে হলেও শনিবার থেকে ফের পারদ চড়া শুরু হয়ে গেল। কলকাতা যেখানে ১৩ ডিগ্রির ঘরে, দমদম ১২ ডিগ্রির ঘরে বা পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় ১ অঙ্কের ঘরে পারদ নেমেছিল, তা ফের শনিবার থেকে ঊর্ধ্বমুখী।
আর তার কারণ অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা। যে কারণে উত্তর থেকে হিমেল হাওয়ার প্রবেশে বাধা পড়েছে। আর তার জেরেই পারদ ফের চড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৩ দিন ধরে পারদের এই ঊর্ধ্বগমন অব্যাহত থাকবে।
২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে পারদ। তারপর পরের ২ দিন আবার কিছুটা নামবে পারদ। ২ ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে। তার মানে ফের যে কনকনে ঠান্ডা সামনের কয়েকদিনে ফিরছে এমনটা নয়।
বরং আকাশ কিঞ্চিত মেঘলাই থাকবে। শনিবারই তা টের পাওয়া গিয়েছে। রোদের তেজ কম ছিল এদিন। উত্তরবঙ্গের ৪ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এই ৪ জেলায় আগামী মঙ্গলবার বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস। রাজ্যের বাকি অংশে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মেঘলা থাকতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে। তারপরের ২ দিন আবার পারদ পতন হবে। ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে সে সময়।