শীতলতম দিন, শীত কি আরও বাড়বে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস
মরসুমের শীতলতম দিনের কনকনানি ছুঁয়ে গেল বঙ্গবাসীর দেহ। তবে কি ঠান্ডা আরও বাড়বে? পূর্বাভাসে পরিস্কার করে দিল আবহাওয়া দফতর।
শুক্রবার রাতে কলকাতার পারদ নেমে গেল ১২.৬ ডিগ্রিতে। এ মরসুমে এটাই শীতলতম দিন। কারণ এর আগে গতবছরের ১৮ ডিসেম্বর ১২.৮-এ নেমেছিল পারদ। এদিন তার চেয়েও নিচে নামল পারদ। ফলে শীতলতম দিন কাটাল কলকাতা।
গত ৩ দিনে যেভাবে পারদ নেমেছে তাতে কি আরও নামবে পারদ? আরও ঠান্ডা অপেক্ষা করছে কি? আবহাওয়া দফতর সে চিত্র পরিস্কার করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শীতলতম দিন কাটানোর সুখস্পর্শ স্থায়ী হবেনা।
বরং রবিবার থেকেই ক্রমশ উর্ধ্বমুখী হবে পারদ। গরম বাড়বে। সামনের ৩ দিন টানা গরম বাড়তে থাকবে। ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে। তার মানে দাঁড়াচ্ছে উষ্ণ পৌষপার্বণ কাটাতে হবে মানুষজনকে।
পারদের ঊর্ধ্বগমন অবশ্য সামনের ৩ দিন চলার পর ফের বদলাবে চিত্র। ফের পতন শুরু হবে। তার পরের ২ দিন গাঙ্গেয় বঙ্গে ফের ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হবে। কলকাতার এই পূর্বাভাস থেকে এটা পরিস্কার যে জেলা স্তরেও এই ওঠানামা বজায় থাকবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই শীতের এই উত্থান পতনের পর্ব চলবে। রবিবার থেকে যে পারদের উর্ধ্বমুখী আচরণ দেখতে পাওয়া যাবে তার কারণও পশ্চিমী ঝঞ্ঝা। যা উত্তর পশ্চিম ভারত থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের পথে বাধা হয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পারদকে ঊর্ধ্বমুখী করবে।
উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আবার শনি, রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টি পাবে কালিম্পং। বাকি জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করবে। গাঙ্গেয় বঙ্গের মতই উত্তরবঙ্গে সামনের ৩ দিন টানা বাড়বে পারদ। তারপর ২ দিন আবার পারদ পতন হবে।